এ পোড়া মাটির পর
বৃষ্টি ঝরে না আর,
একবারই ধরেছিল
সুস্বাদু আনার!


এখন বেঙাচি নাচে
মেঘের উপর,
আকাশে বাঁধবে নাকি
অহমের ঘর!


ঊষার আলোক থেকে
বঞ্চিত বনসাই,
গতরে অনেক প্রভা
গভীরে নাই!


মালীর বচন তার
হাসির খোরাক,
বেঙাচি একাই নেচে
ধরাকে দেখাক!