কাব্য আসর এখন, পাগলা গারদ!!
ওঠানামা করে রোজ বেহায়া পারদ!
বিনোদের সাথে দেখি মজাদার খেলা-
অহেতুক-অকারণে জল করে ঘোলা!
কখন কামড়ে দেয়! বোঝা মুসকিল,
নিয়ত কীটের মত, করে কিলবিল!
মগজে অনেক মাল, সব তার জানা!
প্রেসারে ফাটবে বুঝি বারুদের কণা!


একটু লাগলে ছোঁয়া, কিংবা বাতাস;
অসূয়া উগড়ে দেয় বেতালা খাটাশ!
এভাবেই চলে যদি পাগলের পালা,
জমবে আসর আর রঙ্গিলার মেলা!
আমরাতো আছি বেশ সুখের নহরে
দিবস-রজনী কাটে বিনোদ বিহারে।