মানুষ কি সব কিছুই ভুলে যায়!
কিছু কথা লুকিয়ে থাকে স্মৃতির পাতায়।
স্মৃতিভ্রষ্ট হওয়ার আগে মাঝে-মধ্যে
ভীষণ পীড়া দেয় এখনো থেকে থেকে!


মনে পড়ে সেই চরম দুঃসময়ের কথা-
নির্ঘুম কেটেছে রাত গৃহহীন হবার শঙ্কায়,
তখনো দেখেছি তোমাদের উৎসব মুখর
দিবস-রজনীগুলো, হেসেছো ব্যঙ্গের হাসি!


যখন আমি আদালতের চত্তরে ঘুরেছি
বছরের পর বছর ধরে দানাপানিহীন!
তখনো দেখেছি তোমাদের প্রমোদ বিহার!
তবে, আস্থা হারাইনি আল্লাহ্’র উপর।


আমি যুদ্ধ করেছি ভাগ্যের সাথে নিরন্তর।
তোমাদের কারসাজি আজও ভুলিনি,
এখনো স্মৃতির ভাঁজে ভাঁজে অনুভবি ক্লেশ!
জ্বালা-যন্ত্রণা দিয়ে মিশে যায় খুনে!


তোমরা দেখিয়েছো তোমাদের ক্ষমতা!
তবে, দেখোনি মহান বিচারকের ফয়সালা;
হয়তো সেদিন বেশি দূরে নয় আজ হতে,
যখন স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতরাবে!