নিজের মাঝে লুকিয়ে আছি
ছন্দহারা বলে,
যার যা খুশি করুক ওরা
বলুক নানান ছলে।


এই তো আমি ভালই আছি
সবুজ শ্যামল গাঁয়ে,
শীতল পাটির পরশ মাখি
আউলা দখিন বায়ে।


কার সাথে কই মনের কথা
কেউ কি আছে কাছে!
ভক্তরা সব হাঁটুক তোমার
রঙিন শাড়ির পিছে।


ইট-পাথরের দালান কোঠা
তোমায় ভালবাসে,
তাই তো তোমার বিত্ত দেখে
মুগ্ধ জনে হাসে।


তৃণমূলের নরম ছোঁয়ায়
আবেগ ঝরে পড়ে,
শিশির বিন্দু ডাকে আমায়
আদর মাখা সুরে।