এ কোন দুঃসময়ের দুরন্ত উত্থান?
সুদৃশ্য গোলাপের নেই কোন ঘ্রাণ;
যেমন মেকী প্রেম জানায় আহ্বান!


পরিপাটি জলসা ঘরে বাজে নুপূর
বেদনাশ্রুর সাথে সঙ্গীত কি মধুর!
আবডালে শুনি চাপা কান্নার সুর।


তবে মক্ষীরাণীর ঘটিয়াছে উত্থান!
যাদের দাপটে সমাজ হয়েছে ম্লাণ!
নিয়েছে তারুণ্যের তরতাজা প্রাণ!


পড়শি, স্বজনদের তরে রুদ্ধ দ্বার
উপেক্ষিত মানবতা মেনেছে হার,
লাঞ্ছিত সত্যবাদী পায় না বিচার!

আত্মঘাতী প্রজন্ম করে হাহাকার!
অথচ কেউ কারো ধারে না ধার!
হায়রে! কেউ নেই, করে উদ্ধার!