খন্ডিত জীবনের ভূলোক দর্শন;
দ্যুলোক তো বহুদূর, তবে নয় প্রহসন।
ভূলোকে আলোক আছে, আছে আঁধারও সত্য,
দিব্য দৃষ্টিতে খুঁজে নিতে হবে দ্যুলোকের ছাড়পত্র।


ভূলোকের আনন্দ স্বপ্নের মত;
ক্ষণকাল পরেই দেখি ক্রন্দনে রত!
জীবন আর মরণের মাঝামাঝি সময়টা
চুড়ান্ত কিছু নয়, কাননেও থাকে অজস্র কাঁটা।


ভূলোক অস্পষ্ট, কুয়াশায় ঢাকা;
সুখের ক্যানভাসে থাকে আল্পনা আঁকা,
জীবনের গভীরে থাকে প্রলোভনের মরীচিকা,
বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে মনে হয় সব প্রহেলিকা!


নিষিদ্ধ গলি দেখে নাক সিটকাই;
সুপ্ত দানব আর-আমাতে নেই ঠাঁই ঠাঁই,
ভাবি আমাদের চেয়ে ভাল আর কেউ নাই!
অথচ ব্যভিচারী সেলিব্রেটিদের কাছে পেতে চাই!


লোভ-মোহ-ঈর্ষা স্ববিরোধ যত-
দ্যুলোকের মহাপথ করে পিচ্ছিল তত;
বিশ্বাসে আসে মুক্তি, অবিশ্বাসে বাড়ে ক্ষত,
দ্যুলোকে বিষাদ নেই, রহস্যময় ভূলোকের মত।