ধর্মকে পাশ কাটিয়ে সত্যের সন্ধান
কবে কে পেয়েছে বলো এই দুনিয়ায়?
ধর্মীয় বিশ্বাসই মানুষকে পবিত্র করে;
কেউ সৎ না অসৎ, জানে তার বিবেক।
কোন অপরাধী কতটা করেছে অপরাধ-
বলে দিতে পারে তার বিশুদ্ধ বিবেক,
কারণ, সে দেহ-মনের পাহারাদার।


পুণ্যাত্মা বেঁচে থাকে মানবহৃদয় জুড়ে;
পার্থিব স্বার্থে নিজেরাই করি কলুষিত!
কত অজুহাতে করি সত্যকে অস্বীকার!
মিথ্যার দাসত্ব করি বিবেক বর্জন করে!
তবুও ভাবি, ভালোই আছি পবিত্র বেশে!
তবে একদিন পেয়ে যাবো সত্যের সন্ধান;
যেদিন আর পারবো না কাজে লাগাতে!