মানব হোক, দানব হোক নারী জননী;
মাতৃত্বেই খুঁজে পায় জীবনের সার্থকতা।
কিন্তু, চিরন্তন এ সত্য আজ প্রশ্নবিদ্ধ!


যদিও পশু, পাখি, দানবকুল
আছে আগের মতই অবিকল।
অথচ, আশরাফুল মাখলুকাত
লালসার আতিশয্যে পড়েছে
বৈরাগ্যের নকল সাজ!


মূলত সত্য হ’লো,
ভোগ আর বিলাসিতার স্বার্থেই
করেছে মুখোশ ধারণ!


মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা,
ত্যাগের মাধুর্যকে ভাবে মরীচিকা!
ত্যাগ নয়, ভোগেই বুঝি মহাসুখ!
এ দর্শনই যেন মহাসত্য!


সবাই মানছে খোদার বিধান;
ব্যতীত জ্বীন আর ইনসান।
তাইতো বেধেছে গোল!


ক্রমেই করে তুলছে পৃথিবীকে সংঘাতময়,
পরিবেশ-প্রতিবেশ হয়েছে বাসের অযোগ্য!