যুগে যুগে ফুঁসে উঠে সুনামীর ঢেউ
গঠন প্রণালী তার জানে নাতো কেউ!
ভাসিয়ে নিয়ে যায় জনপদ-রাজপথ
নিরীহ যে ক্ষণকালে ভেসে যায় সেও!


মানে না থেকে থেকে সতর্ক বারতা;
কালো মেঘে ছেয়ে গেলে স্বচ্ছ আকাশ,
বজ্রপাতের ভয়াল নিনাদে থমকে যায়
আয়েশী স্বপ্নবাজ! ভুলে গিয়ে আশ্বাস!


উজান স্রোতে ভীত নগর প্রহরী যত
বাতাসে ভাসিয়ে দেহ করে আত্মসমর্পণ!
পাল্টে যায় আগেকার সাজানো বাগান,
লাশ হয়ে ভেসে যায় কত যে জীবন!


কি এক সর্বগ্রাসী ঝড় প্রচন্ড আঘাতে
বেতাল করে দেয় উন্মত্ত লক্ষ মাতাল!
জমিনও উল্টে যায় বিধাতার ইশারায়,
হাঙ্গর তাকিয়ে দেখে, নারকীয় পাতাল!