মরু থেকে মরুদ্যানে একাই হেঁটেছে কতটা পথ;
যাযাবর বলে ব্যঙ্গ করে প্রিয়া সাঙ্গ করেছে খেলা!
মোহনা থেকে অনেকটা দূরে এখন প্রেমের ভেলা
ক্যানভাস জুড়ে এঁকেছিল আল্পনা, রঙিন স্বপ্ন মেলা।


আবেগী মন আশা নিয়ে ভালবাসে, দু’নয়ন নির্জলা
অবশেষে দৃষ্টি ফিরে আসে, নিয়ে এক বুক জ্বালা!
কামনার ফসল ভেসে যায় জলোচ্ছাসের দুর্বার ত্রাসে
হৃদয়ের ভাঙ্গা হাটে কি হবে বল আর ফিরে এসে!


নড়বড়ে জীবন তরী, সময় কাটে আলু-থালু বেশে;
আকাশে কৃষ্ণ মেঘ, দৃষ্টি থমকে যায় কুযাশায় মিশে!
অদূরের গোধূলি ইশারায় বলে, সময় যে বয়ে যায়
অবাধ্য স্মৃতি অদৃশ্য দেয়াল ভেঙ্গে উঠে আসে নায়!


আর কত! যবনিকা সমাগত! বিবশ মাঝি নিরুপায়!
চাতকের মত চেয়ে থেকে থেকে, গন্তব্যে ফিরে যায়!