সময় ফুরিয়ে যায় অতি দ্রুততায়;
আবার মিলিত হও স্বাধীনতার আবেগে
নিঃশেষ হইও না সীমা মুছে যাবার আগে।
কোথায় শিকড় তোমার প্রোথিত আছে
নিজেকে খুঁজে দেখ আপনার ভিতরে।


সিরাজের মত হেরে যাবার আগে
ভাবো সবে পতাকাটা বাঁচবে কিভাবে!
আরেকবার মিলিত হও পলাশীর প্রান্তরে
ঐক্যের বিকল্প নেই মনে রেখ সবে,
শত্রু মিত্র ভেবো আরও কিছু পরে।


সিরাজ নেই, মীর জাফরও নেই,
তবে পৃথিবীটা আছে আজও জেগে;
আমরাও রবো না জগতে চিরদিন বেঁচে,
হয়তো পৃথিবীটা রবে আরও কিছুদিন
আগামী প্রজন্ম কি ভালবাসা দিবে?


ওই দেখ নীলিমা ছেয়ে গেছে মেঘে
প্রসব বেদনা শুরু হয়েছে বিশ্ব চরাচরে
সত্য জন্ম নেবে কদর্য অসত্যের গর্ভ থেকে!
পৃথিবীর ইতিহাস পড়ে দেখ আরেকবার;
বিধাতা আজও আছে যায়নি সে মরে।