অকারণে পদাঘাতে কেন করো পিষ্ট
মানবতা বেঁচে থাক, চাই না অনিষ্ট,
ক্ষমতার জোরে দাও মানুষকে কষ্ট
অথচ, সবাই এক বিধাতার সৃষ্ট।
গাছে দিলো ফল খোদা, রসালো সুমিষ্ট
বিছানা বানিয়ে দিলো জমিনের পৃষ্ঠ,
বিধাতার ইশারাতে হয়েছি ভূমিষ্ঠ
তবু তাঁর প্রতি হই অকারণে রুষ্ট!


এসো তাঁর বিধি মেনে হয়ে যাই শিষ্ট
মনে রেখ এ বিধান, আসলে প্রকৃষ্ট;
যা কিছু দিয়েছে খোদা, নয় কি যথেষ্ট?
মিলে মিশে খাই যদি না করিয়া নষ্ট,
কেন নয় তাঁর দান উত্তম-উৎকৃষ্ট?
ভুলে কেন যাই খোদা জগতের শ্রেষ্ঠ।