ইতিহাসের কাঠগড়ায় তারা দাঁড়াবে যেদিন
জনতা সাক্ষ্য দিবে, ওরা ছিল তো বেদ্বীন!
লাজবাব নেতাগণ ভুলে যাবে পিতার নাম,
নোনাজলে ভিজে যাবে সারা দেহ অবিরাম!


কল্পলোকে হবে না তার নান্দনিক অভিষেক
বিলুপ্ত হবে অপোক্ত ইচ্ছে, শীর্ণ হবে আশেক!
পাষাণের মত বদলাবে দ্রুত, যেন সে দানব
আলেয়ার সাথে মিলবে না আর স্নিগ্ধ মানব।


অনন্তসুখের হবে অপমৃত্যু শেষ না হতে পথ,
থেমে যাবে চাকাগুলো, অচল হয়ে যাবে রথ!
বাড়বে জ্বালা, শুরু হবে, না পাবার আবর্তন,
হেরে যাবে শেষে দেয়ালের কাছে রুদ্র বিজন!