আড়ালে লুকায় মুখ, লজ্জিত সবিতা;
কথা বুঝি বলবে না অভিমানী কবিতা!
মংগার সংজ্ঞা মাঝে ঘুরে যদি যায় পথ;
অশুভ ফন্দি দেখে থেমে যদি যায় রথ!


কালের প্রহরী হয়ে বলে যাবে উঁচু স্বরে;
বাধার প্রাচীর এসে বলে গেল চুপিসারে!
সামনে শঙ্কা আছে, যেও না যমের কাছে
প্রহর থামে না তবু, ছুটে চলে পিছে পিছে!


বিদুষী ভুলেছে ভাষা, ভুলে গেছে ভালবাসা
কেটেছে প্রেমের নেশা! বেড়ে গেছে হতাশা!
প্রহসনে কাঁদে মন, দুর্গে বেড়েছে তামাশা!
অমানিশা জেঁকে বসে, ছেড়ে বিজয়ের আশা!