ডিসেম্বর মাসটা বিজয়ের মাস।
যে মাসে মায়ের চোখে অশ্রু ঝরে;
সন্তান নীরবে তাকিয়ে থাকে পতাকার দিকে!
কারণ, সেও শহীদ পরিবারের একজন সন্তান!
তার সন্তানদেরই বা সে কি দিতে পারছে!
তদুপরি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ফেলেছে বিপাকে!
কৃষক বাবার বিশ্বাস ছিল, দুঃখ ঘুচে যাবে।


কর্মহীন বলে চেতনাটা তার ঝলসে গেছে!
বৃদ্ধ মা এখন স্বপ্নহীন, ঔষধের যোগান নেই!
মায়ের কষ্টে সেও কষ্ট পায়, তবু নিরুপায়!
ইতোপূর্বেও সে আরো একবার দেখেছে এই
ডিসেম্বরেই আরেকটি বিজয় বেশ কিছু আগে।


গুণীজনের কথায় আতঙ্কিত হয় বাজারে গিয়ে!
ভাবে, আবারো কেন উত্তপ্ত হচ্ছে রাজপথ!
অজানা আশঙ্কা খামচে ধরে নানা কথা বলে!
তবে কি কষ্ট আসবে আবারো জীর্ণ দ্বারে!
আবারো ডিসেম্বরেই শুনছে সে আশার বাণী!
মাঝখানে ফারাকটা শুধুমাত্র পঞ্চাশটি বছর!
তবে, গুণগত আর কোন ব্যবধান আছে কি?
হায়! মানুষ কেন খেলে তাদের আবেগ নিয়ে?