অন্তর্চক্ষু দিয়ে খুঁজি আল্লাহ’কে
ধারি না তো আমি কারো ধার,
বিলাসী দুনিয়ার ধোঁকায় পড়ে
মানুষের মাঝে উঠে হাহাকার!


সত্য-মিথ্যা নিয়ে চলে বিতর্ক
এমন কি হয় শেষে মহা যুদ্ধ!
রক্তের স্রোতে ভাসে লক্ষ লাশ
শান্তির দ্বার হয় চিরতরে রুদ্ধ!


সভ্যতার দ্বন্দ্বে বর্ণহীন পৃথিবী!
মর্মপীড়ার ছাপ লাগে মমতায়;
লালিত স্বপ্ন গুলো হারায় প্রভা
ভালোবাসা বিলুপ্ত হয় যন্ত্রণায়!


তাই তো আছি আমি শঙ্কায়!
রুগ্ন অবনীতে কখন কি হয়;
উদ্ধত আচরণে মুখোমুখি সব
কে জানে কার হবে পরাজয়!


আত্মপ্রত্যয় যার মাঝে বিস্তর
তারা করে বিজয়ের প্রত্যাশা,
শহীদী মরণ যারা ভালোবাসে
তারাই করে জান্নাতের আশা।