(১)


ব্যঙ-চ্যাংয়ে হয়েছে আপোষ!
বর্ষার আগে-ভাগে
বাটোয়ারা করে নেবে
বসন্ত বেলার মজা খাল,
হয়তো বাড়াতে আয়ুষ্কাল!
অথবা ভীত-বিহ্বল দেখে
পশ্চিমের ভয়ানক চাল!


(২)


আবার জমবে খেলা
জমবে বসন্ত মেলা
জুয়ারী চালবে গুটি
কেউ হবে নিঃশ্ব!
পড়বে কারও টাকে ঘোল!
কারও মুখে দেখা দেবে
হাসির রোল!


(৩)


চুয়াল্লিশ বর্ষীয়া ডিজিটাল নারী
কী তার ছিরি আহামরি!
পা দু’খান ঢাকলেও
মাথা থাকে খালি,
চোখে পড়ে পুষ্টিহীনতা
ফিনফিনে শাড়ি-
তারপরও জোরে-শোরে বাজায় ঢোল!