মৃত সাগরের লুপ্ত স্রোতধারা
হৃদয়ে তুলে না অশান্ত ঢেউ,
বিরান ভূমির মতন জনপদে
দ্রোহের গর্জন করে না কেউ!


সুপ্ত ঈমান না তুলে আওয়াজ
ফেরারীর মত করো বসবাস!
বিধাতার কাছে জবাবদিহিতা
করতে হবে থেকো না উদাস।


হারিয়ে ফেলেছো পরশ পাথর
ভুলে গেছ তুমি নিজ ইতিহাস,
রিক্তপান্থের মত করছো ভিক্ষা
বেঁচে থেকেও যেন জিন্দালাশ!


অশ্লীলতার পাপে ডুবে গেছো
ভুলিয়া গিয়াছো সততার পথ,
মনে রেখ তুমি সত্যের সাধক
ভাঁড়ের মতই দাও নাকে খৎ!


আকাশের মত নেই উদারতা!
হারালে কোথায় তেজ-সাহস?
কোথা গেল সেই সেবক হৃদয়
গ্রহণ করিয়াছো ভোগ-বিলাস!