লোভ-লালসা, মোহ এলে
খুবলে খাবে আমার দেশ,
জিদের গলায় মালা দিলে
রইবে না আর অবশেষ!


সময় থাকতে কর সাধন
নইলে ছিড়ে যাবে বাঁধন,
প্রলয় এসে মারবে ছোবল
বইবে দেশে দুখের প্লাবন!


এই মানুষের ক’দিন হায়াৎ
সত্যের কাছে করি বায়াত,
ছাড়তে হবে সাধের প্রাসাদ
কেন তবে খোয়াই জান্নাত!


খেল-তামাশায় পূর্ণ ভুবন
ওপার আছে অসীম জীবন,
একের ভুলের মাশুল দিতে
ঝরবে সবার চোখে শ্রাবণ!


তাদের কাছে এই মিনতি;
লোভ-মোহ’তে দাও বিরতি,
কয়টা দিনের সুখের তরে
আর করো না দেশের ক্ষতি।