পৃথিবীর বুকে নাকি এক টুকরো স্বর্গ!
তাই যদি হয়, তবে তো বিনোদ রাজ্যই বটে!
আহা! স্রষ্টা যেন দিয়েছেন ঢেলে উজাড় করে!
স্বপ্নও যার কাছে হার মানছে হাজার বছর ধরে!
যা দেখলেই বোঝা যায়, স্রষ্টাই শ্রেষ্ঠ কারিগর!
বৈচিত্রময় স্বপ্নের দেশে সৌন্দর্যের ঘাটতি নেই!
হিমেল হা্ওয়ায় তুষার জড়িয়ে ধরে হৃদয়টাকে!
পর্বতমালা, লেক আর উপত্যকা সৃষ্টি করেছে
এমনই রসাল দৃশ্য, যা ছড়িয়ে দেয় ভালোবাসা।
জলপ্রপাতের আহা! সে কি আবেগী-আবেদন.
না দেখলে বিশ্বাসই হয় না, বাস্তবও হয় এমন!
উৎসবের দেশে ওরা কত স্বপ্নে ভাসে অবিরাম-
পাহাড়ের পাঁজর ভেদ করে নেমে আসে ঝর্ণা;
পাহাড় ঘেরা সাজানো শহর, সবার দৃষ্টি কাড়ে!
যার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট আর মুগ্ধ করে।
ছায়া সুনিবিড় গ্রামগুলো যেন সত্যি ছবির মতন,
তাই তো মানুষ ছুটে আসে সমস্ত বিশ্ব থেকে!
পর্যটনের তীর্থভূমি বলে সবাই ভালোবাসে।
তবে, বিস্ময়ের বিষয়! আত্মহত্যা করা বৈধ!
চেষ্টা করছে, স্বর্ণমিশ্রিত চকলেট বানাতে!