রহস্যের অধিশ্রয় গড়েছেন যিনি,
সাধক, বিষাক্ত মন! চিনেছেন তিনি;
আমি মূর্খ-জ্ঞানহীন! তুমিই বিদ্বান,
দিয়েছে প্রমাণ করে, তোমার জবান।
কালজয়ী জনগণ, সবই বোঝেন-
সবাই জেনে গেছেন, কারা কি খুঁজেন!
সময়ের আলাপন, আছে ইতিহাসে-
পরিণত হয়েছে কে, অসত্যের দাসে!


রাত্রি আঁধার হলেও আসে ঠিক ভোর,
মহাকালের প্রহরী-অতন্দ্র কঠোর!
বিচারের কাঠগড়া, রয়েছে প্রস্তুত
দন্ডিত হতেই হবে, যদি থাকে খুঁত,
তাঁর চোখ ফাঁকি দেয়া নয়তো সহজ,
পুলসিরাত ডিঙ্গানো; তারই গরজ।