বিনম্র প্রেমই শান্তির পূর্বশর্ত;
সুখের শত্রু, জিঘাংসা-বিদ্বেষ।
মুক্তির সোপান আসবে দ্বারে
মানি যদি আল্লাহ্’র নির্দেশ।


মানুষ মানুষের সম্মান চায়;
চায় মানবতা হোক নিরাপদ,
আরশের ইসতেহার উপেক্ষিত!
তাইতো শঙ্কিত দেশ-জনপদ!


উদ্ধত আত্মার ক্রম-ভ্রষ্টাচারে
সভ্যতার অধোগতি অনিবার্য;
অকল্পিত শবমিছিলে ভয়াতুর
নাগরিক, শঙ্কিত পুরো রাজ্য!


বিদীর্ণ হৃদয়ের শুনি আকুতি!
প্রহসনে কম্পমান মনুষ্যজাতি;
হতবিহবল জাগতিক সদাচার!
ছড়িয়ে পড়ছে ধরণীতে ভীতি!