বিশেষ্য না বিশেষণ,
উপাধি না গালি!
আজও কেন তাদের ত্যাগের
হয়নি মূল্যায়ন?
সখের বশে তারা কি তখন
মান করেছিল দান!
তারা ছিল লাঞ্ছিতা, লুন্ঠিতা
তবে কেন আজ অবগুন্ঠিতা?
আশি হাজার যোদ্ধার তালিকা
আজ তিন লাখ হয় পার
অথচ দুই লাখ সম্ভ্রমহারা
পায় না অধিকার!
বাংলাদেশ যদি হয় শ্রেষ্ঠ মহাকাব্য;
শহীদের খুন যদি হয় লেখার কালি,
বীরাঙ্গনার সম্ভ্রম তবে কি?
তাদের ত্যাগ কি লজ্জার নাকি গর্বের?
তাদের ত্যাগ তো বিজয়েরই অহংকার!
তবে কেউ কেন দেয়নি তাদের
জীবন সঙ্গীর অধিকার?
তবে কি তারা মুক্তিযুদ্ধের
খাদ ভরা অলংকার?