মুক্ত রাখিব স্বদেশ আমার;
এমনই আমাদের অঙ্গীকার,
যদিও কেউই চাই না যুদ্ধ
তবু মানবো না কভু হার।


শত্রুর সাথে পাঞ্জা লড়িয়া
এসো না করি দেশোদ্ধার,
আলোর বৃত্তে নিবাস গড়ে
বিতাড়িত করি অন্ধকার।


স্বাধীনতা যদি নাইবা থাকে
সতীর আব্রু রবেকি আর?
মৃত্যু আসবে নিত্যই দ্বারে
নয়কি ভাল মরা একবার?


বিজয় মাল্য রচিব সকলে
হন্তা’র জীবন করে সংহার,
ঐক্য গড়িয়া সবার মাঝে
প্রতিরোধ গড়ি এসো দুর্বার।


ঈমানী দাবী মিটিয়ে দিতে
শহীদ হবার করো যোগাড়,
নিছক মূল্যহীন এই পৃথিবী
জান্নাতী হয়ে চলো ওপার।