কৃষ্ণ নদে নাও ভাসিয়ে
বন্ধু ভাবো শত্রুকে,
আন্ধা সেজে ধান্দা করো
ঝড়-তুফানে মাঝ রাতে!


কালবোশেখের বজ্রপাতে
ঝরছে কত ফুলকলি,
ছল-চাতুরী, বল প্রয়োগে
বন্ধুরা চায় পণবলি!


শান্তি গেছে দূর প্রবাসে
আসছে ধেয়ে ধূমকেতু,
হাঙ্গর-তিমির আস্ফালনে
আবালবৃদ্ধ হয় ভীতু!


সিংহরাজের ভয়াল থাবায়
মৃত্যু যখন দোরগোড়ায়,
সেই জনা বীর, যেজন তখন
জীবন দিয়ে রুখতে চায়।