বিরহের বেদনায় বাড়ে যদি ক্লান্তি
মানসিক অবসাদ বাড়াবেই ভ্রান্তি!
বাড়বে হৃদয়ে ক্ষত সদা-অবিরত
স্বস্তি পওয়ার আশা বাড়বে নিয়ত।
যদিও প্রিয়া তখন করবে উপেক্ষা
বিধাতাও করবেন চরম পরীক্ষা!
প্রেমের আকুতি হবে মিছেই প্রলাপ!
সুখের কামনা ছেড়ে চলবে বিলাপ!


ব্যথায় কাটবে কাল বিভেদ-বিরহে
উভয়ে-উভয়পানে চাইবে সন্দেহে!
হৃদ মাঝে-অনুভবে মরবে মরমে
নীরবে ঝরাবে জল বিনম্র-শরমে!
অতঃপর ক্ষণে ক্ষণে খুঁজবে অছিলা
কেমনে করবে শুরু নবতর খেলা।