ঝরো ঝরো ঝরিছে শ্রাবণে বারি
বাতায়নে বসে আছে উদাসী নারী!
দূর দেশে থাকে প্রিয়, উতলা মন
জানে না প্রিয় তার আছে কেমন!


শরতে, হেমন্তে দূরে ছিল প্রিয়জন
কুয়াশা নিয়ে এলো শীতের কাঁপন!
বসন্ত চলে গেছে জানে না কখন
উত্তাপে নেই ঘুম, নেই রে পবন!


বরষা আসে ঘুরে, আসে যে প্লাবন
আষাঢ় গিয়েছে চলে, এসেছে শ্রাবণ!
কদম ফুলের শোভায় রাঙায় জীবন
পথ পানে চেয়ে থাকে ভিজিয়ে নয়ন!