অস্থিরতার মাঝে বাজে অশনি সংকেত!
যেখানে স্বপ্নের চিতা জ্বলে বহ্নি শিখায়;
অথচ, প্রলম্বিত জীবন যদি হয় স্বপ্নহীন
তবে বালুচরে ঘর বাঁধি কিসের নেশায়!


অসঙ্কোচে ভুলে যাও মন, সেই চেনাপথ,
যেখানে, পড়ে আছে পোড় খাওয়া স্মৃতি;
প্রিয়াকে ভালোবেসেই বাড়িয়েছিলে হাত,
মমতায় গড়েছিলে স্বর্গ! হৃদে ছিল প্রীতি।


তখনো পাইনি আমি মহা প্রলয়ের আভাস;
সাবধানে ছুঁয়ে গেলে দেখা হলে আলপথে,
মিষ্টি ঘ্রাণে প্রাণে উঠেছিল প্রেমের তুফান!
আবারো কেন যে দেখা হলো চারু প্রাতে!


তখনই কি এক নেশা যেন করেছিল গ্রাস!
তোমার অক্ষিকূটে ঘটেছিল সুখের প্রকাশ!
মন্ত্রমুগ্ধের মত, প্রহর কেটে যেত অনায়াস;
দু’জনে দেখেছিলাম জোছনাস্নাত  আকাশ।


বিবর্ণ সময় গুলো তখন কোথায় যে ছিল!
বাধা পেলে হয়তো, জাগতো না অভিলাষ,
নিজের ভাগ্যকে দোষ দেই, নেই আক্রোশ;
তবে, একা নই! তুমিও হয়েছ ক্ষুন্ন-নিরাশ।