কয় পলকে ক্রান্তি কালে
বদলে গেল সোনার দেশ,
ফুলের মধু বিলায় নটী
এক পুরুষে হয় না শেষ!


শঙ্কা এসে খামচে ধরে
চলছে দারুন দুঃসময়!
যখন শুনি চমকে উঠি-
গর্ভও নাকি ভাড়া দেয়!


অবিশ্বাসীর রঙ্গমঞ্চে
নট-নটীরা নিত্য নাচে!
সকাল-বিকাল গড়ে
ওরা নানান উপাখ্যান।


ধর্মালয়ের শীর্ষে বসে
মান্যবরের স্বার্থ বুঝে
ইচ্ছেমত ব্যাখ্যা দিয়ে  
চায় পেতে সম্মান!


ধর্ম থেকে ভাগছি যত
গজব নেমে আসছে তত!
ধর্ম নিয়ে কৌতুক করে
জাতি হয় পেরেশান!


নীরব গজব চলছে দেশে
বুঝি না কার কি দোষে,
তবুও যদি হুঁশ না ফিরে
মারবে খোদায় পিষে।


নন্দিত হই, নিন্দিত হই
পার পাব না শেষে।