মানবতা হেরে গেছে
হারিয়েছে অধিকার!
সন্তান ডুকরে কাঁদে
দূরে কাঁদে পরিবার!


এ কেমন মৃত্যু বলো
চিরসাথী হ’লো পর,
জীবন থাকতে দেহে
আলাদা হয়েছে ঘর!


ব্যথার প্রদীপ জ্বেলে
ভাবে কত অসহায়,
না বলা কথা গুলো
নীরবে হারিয়ে যায়!


স্বামীর দেহটি ছুঁতে
আপনজন ভয় পায়!
অতীতের সব স্মৃতি
হৃদয় মাঝে লুকায়!


নিপাত পাষাণী কত
আবেগ ছিনিয়ে নেয়,
শেষকথা বাকি থাকে
প্রবাসীর আঙ্গিনায়!


অদেখা ঘাতক এসে
জীবনটা কেড়ে নেয়,
চোখের পলকে সব
অরাজক করে দেয়!