পাগল বলে করছো হেলা!
জিন্নাহ খানের নাতি,
হাল ঘুড়িয়ে পাল উড়িয়ে
তবেই জ্বালাও বাতি!


কোথায় ছিলে কেমন ছিলে
জানেন সর্বজন,
স্বার্থ হাসিল করার তরে
নীতির বিসর্জন!


অবাক হবার নেইতো কিছু
এটাই এখন রীতি,
নিজের আসন করতে পাকা
ছড়াও মনে ভীতি!


যুদ্ধে যাবার নেই বাসনা
পালাও ছেড়ে রণ,
ভুলের মাশুল দেবার তরে
পল্টি খাবার পণ!


মনের মাঝে বিষের বাসন
কানায় কানায় পূর্ণ,
সবুজ ঘাসে ছড়িয়ে দিলে
বাড়বে দেহের চূর্ণ!


মৃত্যুঞ্জয়ী নয় ভবে কেউ
ছাড়তেই হবে ধরা,
অনাদরের  জীর্ণ কুটির
আর হবে না গড়া!