আমি পরিত্যাজ্য বর্জ্যের মত পরাজিত ইতিহাস!
আর কতটা দুঃখ দিলে তুমি তৃপ্ত হবে?
কতটা বেদনাকে বধ করলে তোমাকে কাছে পাবো?
কল্পিত বাহনে চেপে মর্ত্যলোকে মাতম করে হতাশ হলাম!
সাধের বাটখারাগুলো কৃষ্ণগহবরে অদৃশ্য হয়ে গেল!
অথচ যুগান্তরের নির্মমতার সাক্ষী হয়েও নিস্পৃহতার দৃষ্টান্ত
সৃষ্টি করে, কালোত্তীর্ণ মহাকাল তুমি হাসছো তৃপ্তির হাসি!


অতীতের প্রতারণা আমাকে অজাতশত্রু
হওয়ার পথে বাধার প্রাচীর তুলেছে;
হয়তো একদিন দেখবো সেখানে আমার
নামের ঘরটাই সাদা হয়ে গেছে!
অরুন প্রাতের সোনালী রোদ্দুরে কেন ভয়?
ধরণীতলে নিজেকে বলী হতে দেখেছি অনেকবার!
মেধাবীদের ক্রীড়নক হয়ে তামাশার খোরাক আর নয়;
তার চেয়ে বিসর্জনের মহাসুযোগে কলঙ্কমুক্ত হলে দোষ কি?
                                                 (চলবে.......)