উদাসী মনে বিরহের ব্যথা
যুগ যুগ পিপাসার্ত,
অনাদীকাল সে চাতকের মত
চেয়ে চেয়ে থেকে ক্লান্ত!


বিষাদিত হৃদে খেলে মরীচিকা
কাটে না রোদেলা ক্ষণ,
তপ্ত মরুতে উঠে বালু ঝড়
জীবনটা যেন প্রহসন!


অবাক পৃথিবী এখনও নীরব
নিয়তির কাছে বন্দী,
খরাক্লিষ্টের শোক-তাপ নিয়ে
তবুও করে না সন্ধি!


বিদ্রোহী বুকে নেই যেন প্রেম
কাঁদে নির্ঘুম নিশি,
পরাজয় এসে বারবার কাছে
হাসে ব্যঙ্গের হাসি!


অশনি প্রহর এনেছে বার্তা
যেতে হবে বহুদূর,
ফেরার আশা মিটবে না আর
লুপ্ত হবে সে সুর!