কালো বিড়ালের জ্বলজ্বলে রক্তচক্ষুর ভয়ার্ত
চাহনিতে পলে পলে মৃত্যুর স্বাদ নেয়ার চেয়ে
ঢের ভাল যমদূতের বন্ধুত্বের হাতছানি,


অন্তত তার ডানায় চেপে বাটখারার সন্ধানে
শূন্য লোকের আড়ালে নিয়তির বিদ্রুপের
বক্র হাসিকে লজ্জা দেয়া যেত!


জনারণ্যের কোলাহল মাড়িয়ে
রাত্রির নিরবতা অথবা কবরের নিস্তব্ধতা
শান্তির পরশ বুলালে তৃপ্ত হতাম।


এখন আর কালক্ষেপণের বিলাসিতা নয়;
পরশ পাথরের আশায় বিষণ্ণ প্রহর!
অমরত্মের দুঃস্বপ্নে বিভোর দুষ্ট চক্রের
বিষের পেয়ালা হাতে আপ্যায়নের ডাক!


পরাজিতের ভিড়ে ক্লান্ত পথিক
নিঃসঙ্গ হতে হতে এখন শান্ত সরোবরে থিতু।
মন্দ কি প্রাচীরাবদ্ধ অন্ধনীড়;
এখানে জীর্ণতা নেই,
থাকবে না আর কোন মানহানীর ভয়!