মনের ভাঁজে লুকিয়ে আছে সুখের ঠিকানা
আঁধার ঘরে পিদিম ছাড়া দেখতে পাবে না,
মনের ঘরে জ্বালাও বাতি খুঁজতে হবে না
জীবন হবে আলোর ভুবন, দু:খ রবে না।


অসীম দেশে রাজার বেশে পাবে যে আসন
আমির হবে হিমেল সমীরে, রবে না দু:শাসন,
যন্ত্র-মন্ত্র, শাসনতন্ত্র, থাকবে না কোন দর্শন
ঈর্ষা-দ্বেষের বালাই কেউ আর করবে না পোষণ।


ক্ষুৎ-পিপাসা মিটবেই সেথা, রইবে ইচ্ছাধীন,
ইচ্ছেরা সব মেলবেই ডানা, মন রবে স্বাধীন;
প্রবীন বলে রইবে না কেউ, সব হবে নবীন
প্রেম জোয়ারে ভাসবে জীবন, দিল হবে রঙিন।


মহান স্রষ্টার ছবি দেখে সেথা শীতল হবে প্রাণ
নাসারন্ধ্রে থাকবেই সদা হৃদয় মোহিত ঘ্রাণ,
তৃপ্ত হবে চিত্ত তোমার দেখে অনন্য আয়োজন
সুখের প্লাবন মাতাবে জীবন মিলবে খোদার দান।


কল্পলোকের গল্প নয় গো, বলেছে আল-কোরআন,
তথ্য বলে, সত্য সবই, রয় যদি তার ঈমান,
লোভ-লালসা, হারাম রুজির ছাড়তে হবে পণ;
সে সুখ পেতে করতে হবে এ সুখ বিসর্জন।