লাগামহীন পাগলাঘোড়া ছুটছে লক্ষ্যহীন!
যার সামনে সীমানার সীমাবদ্ধতা নেই!
যার অস্তিত্ব যদিও মোটেই দৃশ্যমান নয়
তবু সে নিমেষেই হতে পারে প্রলয়ঙ্করী!


বাঁচার আগ্রহ থেকেই কৌশল জেনে নিন;
যে নিয়ম এখন প্রায় সবাই গেছেন জেনে।
মানার মাঝেই আছে উপশমের মহৌষধ।
অবহেলায় বাড়বে দুর্ভোগ প্রিয়জনদের!


যাদের দায়িত্বে যা আছে পালন না করলে
ঘটে যাবে মহাবিপর্যয় এক মুহুর্তের ভুলে!
অসহায়দের পাশে দাঁড়াতে হবে ধনিকদের
সবার স্বার্থে, নইলে বিপদ আসবে তেড়ে!


সামাজিক দূরত্ব না মানলে ব্যর্থ হবে চেষ্টা-
সব প্রয়াস, নিজেকে আড়াল করে চললে
হয়তো বা থামতে পারে কোন এক সময়
লাফিয়ে বাড়তে থাকা শুধু লাশের মিছিল।