থাকতে চাই সদা নিজ মাঝেই বিদ্যমান,
তবুও,  কখনো কখনো হারাই নিজেকে!
অবচেতন মনে সন্ধান করি সত্য নীরবে!
চারিদিকে খুঁজে দেখি, তুমি নেই পাশে!


কালের আবর্তে হারিয়ে যায় স্বপ্নিল মন;
দিনশেষে যেটুকু বিশ্বাস ছিলো অবশেষ,
সেটুকুও কেড়ে নিতে চায় চক্রবৃদ্ধি সুদে!
বুঝেছি, মেকীদের ভালবাসা বিশুদ্ধ নয়!


তবে, বিপর্যয় কেটে গেলে থামবে ঝড়;  
উঠবে নতুন সূর্য, কোন এক রাত শেষে
যখন হয়তো থাকবে না আর জুজুর ভয়
মায়ের স্নেহে সেদিন, ঘুমোবো শান্তিতে।