বিদ্রোহের উত্তাপে ঝলসে যাক তাগুতের স্বর্গ;
মুক্ত হোক সব মজলুমের আজীবন কারাবাস।
জালিমের পদাঘাতে জমিনের থামে না কান্না!
শক্তির দোর্দন্ড-প্রতাপে অবিরত করে উল্লাস!


চিন্তার ফরকে চিহ্নিত হয়ে যায় জীবনচরিত;
আয়নায় দেখি না কেউ, নিজের আসল রূপ!
ভাবি আমিই শ্রেষ্ঠ! বাকি সব নির্জীব, অপয়া!
নেই কোন অবকাশ প্রতিবাদের, সব নিশ্চুপ!


অবিশ্বাসের ধারাপাতে পড়ি অশান্তির অধ্যায়!
দেখছি প্রতারকের ভেলকিবাজি প্রতিটি প্রহর!
স্পর্ধিত সত্তার ঔদ্ধত্যে ভেঙ্গে পড়ে মূল্যবোধ,
জালিমের আঘাতে ধরাশায়ী হয় নগর-শহর!


তবু সময় অপেক্ষায় থাকে বিধাতার ইশারার;
রচিত হয় ইতিহাসের নব বাঁক তাঁর নির্দেশে।
কেউ বা ফেরারী হয়ে করছে অভিনব হিসাব!
কেউ হাঁফ ছেড়ে বাঁচে মুক্ত বেষ্টনে অবশেষে।