বিশ্বাসিত মানুষই কেবল বিশ্বাস করে বিশ্বাস করার মত;
কেবল মাত্র আল্লাহ’র অস্তিত্ত্ব ছাড়া সবাই হয় অস্তিত্ত্বহীন।
কিছু বিশ্বাসের সৃষ্টি অজ্ঞতা থেকে, কিছু হয় জ্ঞান থেকে,
যে বিশ্বাসে সৃষ্টি ভিন্নতার; কিছু চিন্তাশীল, কিছু চিন্তাহীন!


মানুষের হৃদয় মাঝে ভীতি আসে জ্ঞান ও অজ্ঞতা থেকে;
নির্ভীকও হয় অনুরূপ ভাবে, ভেবে দেখার সুযোগ আছে,
যেখানে পরিবার আছে, সেখানে আছে ভালবাসার সৌন্দর্য
নইলে বাড়বে অশ্লীলতা বেপরোয়াভাবে! যতই ভাল সাজে।


সত্যকে ত্যাগ করতে গিয়েও বিশ্বাসী হয়ে যায় অনেকেই;
বিশ্বাসীও পা পিছলে পড়ে যায় বিচিত্র চিন্তার ভ্রান্তি জালে!
ইচ্ছের দাসও খুঁজে পায় সত্য, যা ছিল খেয়ালের বাইরে-
এভাবে বস্তুবাদী, অদৃশ্যে বিশ্বাসী পাশাপাশি চলে ইহকালে।