অবনীর পাপ তরণী ভরিয়া
নিতে হবে ঐপার,
ভাল হতো যদি কলুষতা যত
রয়ে যেত এইপার।


জীবনের সীমা মরণ প্রহর
কেড়ে নেয় অধিকার!
কবরের পথে নতুন জগৎ,
আদালত বিধাতার।


ধরার বিধান হবে অবসান
শুরু হবে সুবিচার,
নিপীড়িত জন পাবেই তখন
জুলুমের প্রতিকার।


মরণের পরে কিছু না থাকলে
সকলেরই এক হাল,
আর যদি থাকে ওপারও জীবন
পাপীদের তরে শাল!


এই বোধ যদি না থাকে আমার
আমি হবো অপরাধী,
সুফল পাবো না সেই আদালতে
যতই সেদিন কাঁদি।