সেই সত্ত্বাকে কতটুকু জানি, যাঁর
নেই মৃত্যুর আশঙ্কা, যিনি তাবৎ
সৃষ্টির স্রষ্টা, নেই প্রমাণের গরজ।
তিনি আদৌ নন কাহারো অধীন।
কাটিয়ে দেন অগণন নির্ঘুম কাল!
তিনি আদি তিনিই অন্ত দুনিয়ায়।
তিনি তাগুতের শত্রু সত্যের মিত্র;
সময়ে প্রমাণ করেন তিনিই মহান।

তাঁরই ইশারায় নিয়ন্ত্রিত হয় বিশ্ব।
কিছুই নেই তাঁহার জ্ঞানের বাইরে;
তিনি কারো পিতা নন-নন সন্তান,
চান মেনে চলুক সব তাঁর বিধান।
তিনি একক-অদ্বিতীয় বাকিরা দাস;
তিনিই আল্লাহ্! তাঁরই ইচ্ছায় শ্বাস।