পুরো বিশ্বই যখন নিস্তব্ধ বধ্যভূমি!
কে শোনে বিস্মিত জনতার আর্তনাদ,
কে দেখে মজলুমের অশ্রুপাত!
ধূর্ত শেয়ালের হাঁকডাকে অতিষ্ঠ জনপদ!


উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম
কোথাও কি আছে শান্তির সুবাতাস?
অনিঃশেষিত জিঘাংসায় ফেঁসে গেছে
দুর্বিনীত-দুর্জন মহা গ্যাঁড়াকলে!


স্বরচিত সংকটে লোভাতুর মহাজন এখন
শোষিতের দুর্বার প্রতিরোধের মুখে!
বারে বারে ছাড়ে ভয়ঙ্কর হুঙ্কার!
তবু ছাড়ে না পথ, ওরা আজ নির্ভীক।


ওদের ধমনীতে নাচে ত্যাগের উচ্ছাস;
প্রতিকুল সময়ে প্রমাদ গুনছে ধূর্ত শেয়াল!
অসম সমরে রক্তাক্ত মর্ত্যে বাড়ে রোদন!
সাথে প্রকৃতিও করে নৃশংস উল্লাস!


ধৈর্যের পরীক্ষায় উদগ্রীব বিশ্বত্রাস;
খুঁজে মরে দুর্বলের দুর্বলতম প্রাঙ্গণ!
শয়তানের চিকন মেধায় বাধায় হাঙ্গামা!
ভাবে, এবার হবে একক বিশ্বসম্রাট!