নির্বোধের মত দাঁড়িয়ে আছি মহাসত্যের উপকন্ঠে
যার যার মত প্রস্তুত ওরা, আপন-আপন কুমন্ত্রে!
সুদ-ব্যভিচারে বিধিবিরূদ্ধ যেন বিশ্বের প্রতি প্রান্ত
দাজ্জালী চালে প্রভাবিত সবে, প্রতি ঘরই আক্রান্ত!


মিথ্যাচারের প্রতিযোগিতায় বিশ্বস্ততা নেই অবশিষ্ট
সততার সাথে বাঁচতে চাইলে, তাহাদের বড় কষ্ট!
দুর্নীতিকে নীতি ভাবে যারা তারা আছে মহাসুখে
সততাকে যারা আঁকড়ে ধরে, তারাই থাকে দুখে!


বেশি দূরে নয় বিশ্বযুদ্ধ চিনেছে সবাই শত্রু-মিত্র
বাজিছে দামামা মহাযুদ্ধের আঁকা হয়ে গেছে চিত্র,
মহামারী রূপে আসবে মৃত্যু সামনাসামনি নরাধম
রণসাজে সাজে মনিব-ভৃত্য, দাঁড়িয়ে সমুখে যম!


বেহায়াপনার পরিসীমা নেই, নর-নারী সব ধূর্ত
গোপনীয়তার প্রাচীর ভাঙ্গিয়া হয়েছে সকলই মূর্ত!
জ্ঞান-বিজ্ঞান শিক্ষা-দীক্ষা লাগে না কোনই কাজে
কান পেতে শোনো উর্দ্ধাকাশে, ভয়াল শব্দ বাজে!


আগ্নেয়াস্ত্র মওজুদ করিয়া হুংকার ছাড়ছে যুদ্ধবাজ
রক্ত সুনামী আসিতেছে ধেয়ে অবিচলিত অন্ধরাজ!
জয়-পরাজয় বিবেচিত নয়, ক্ষমতার মোহে ভ্রান্ত
ভাবে না স্রষ্টা চিরজাগ্রত, কখনো নয় তিনি ক্লান্ত।