অহম প্রিয় দম্ভী যে জন
সে জন আমার বন্ধু নয়,
আমরণ আমি শিক্ষানবিস
আমি নই মহাশয়।


কালের কাছে নস্যি আমি
বিন্দু হয়েই থাকতে চাই,
অগাধ জ্ঞানের সিন্ধু যে জন
তাহার নাগাল কেমনে পাই!


কাব্য নাকি পদ্য হলো
সে সব নিয়ে ভাবনা নাই,
সরল শব্দে পদ্য লেখার
সখটাকে দাবড়াই!


ছন্দমিলের কথা মালার
নামটা নাকি ছড়া!
পদ্য, কাব্য কোন ধাতুতে
কেমন করে গড়া?


গদ্য-পদ্য বিতর্ক খুব
বাড়ছে কালের সাথে,
ছন্দহীনা হলেও কাব্য
হৃদ গভীরে গাঁথে।


একটি ঘাটে জট লেগেছে
বোধ্য হয় না বলে,
বোধের কাব্য বলে দম্ভী
নাম দিয়েছেন ছলে!