নেই আর কোন কাজ!
ভাবি নাতো নিয়ে রাজ!
নীরবে নক্সা আঁকি সুখরাজ্যের।
ইতিহাসের পাতা ঘাঁটি,
শুঁকে দেখি আপন মাটি,
পরিমাপ করতেই থাকি সহ্যের।


আমি সেই ভ্রান্ত পথিক!
যা করি, সবই বেঠিক!
সন্ধান করি সদা নিজের শেকড়।
আবরণ সরিয়ে দেখি,
সত্য নয়, শুধু মেকি!
আবডাল থেকে বেড়োয় মকর!


আসমানে লক্ষ তারা,
কেউই নয় পথহারা;
কারণ, তারা মেনে চলে সূত্র।
আমরা বেহুদা পান্থ!
সহসাই হই পরিশ্রান্ত!
মোহে পড়ে ভুলে যাই স্বগোত্র!


দুঃসময় আসলে বুঝবো তখন-
হারিয়েছি কত মূল্যবান রতন!