বাঁদরের বাঁদরামিটা দেখছিল বেশ
কোমল শিশুর দল,
হঠাৎ করে আকাশ ভেঙ্গে
নামলো মেঘের ঢল!


বাতাসে উড়ে গেল ঘরের চালা;
ভাঙ্গলো গাছের ডাল,
ঢলের জলে ভরেই গেল
গ্রামের সকল খাল।


খল-বলিয়ে মাঠে-ঘাটে
ছড়িয়ে পড়লো মৎস্য,
ভয় মাড়িয়ে ছুটলো যত
অবুঝ উদোম বৎস!


মাছ শিকারের সেই খুশিতে
ভুলেই গেল সব,
কোথায় গেল সেসব দিবস,
নেই সে কলরব!