শয়তানের সস্ত্রাসী রূপ দেখে
অবনী বিস্মিত হয় বার বার!
অথচ শয়তান মানুষের রূপে
মানুষ মেরে করে প্রতিকার!


মানুষ ভুলে যায় প্রভুর বাণী!
ভুলে আপন সত্ত্বার অঙ্গীকার!
সে ভ্রমের জালে হারিয়ে সত্য
সেবা করছে নিরলস মিথ্যার!


রহস্যের গভীরে হাবুডুবু খেয়ে
পায় না খুঁজিয়া কোন কিনার,
ধারণার বশে মাথা নত করে
ভাস্কর্য কিংবা বানিয়ে মিনার!


ষড়যন্ত্রের জগতে করে বসবাস
সত্যকে দেয় ক্রমাগত অপবাদ!
পরকালে তাদের ভুল ভাঙ্গলেও
হয়ে যাবে সবাই চির বরবাদ!