কাছের মানুষ হারিয়ে গেলে
নয়ন জলে বুক ভাসায়,
বিলাপ করে বলে সাথী
বাঁচবে সে আর কোন আশায়!


হায় সজনী! যায় রজনী!
অমানিশার অন্ধকার,
সফেদ শাড়ীর আঁচল খানির
হৃদয় ভাঙ্গা হাহাকার!


পাঁচ মিশেলী দু:খ আসি
রুগ্ন করে শরীর তার,
স্বপ্নগুলো বিদায় দিয়ে
ভগ্ন দেহের টানছে ভার!


চার দেয়ালের বদ্ধ ঘরে
স্মৃতিগুলো গুমড়ে মরে,
মনের মাঝে নানান কথা
উথাল পাথাল করে।


তবু তাকে রইতে হবে
এই ধরণীর যাঁতাকলে,
হুকুম যবে হবে খোদার
তবেই যাবে চলে।