একটু সুতা চুরি করে
ধরা যদি পড়িস ওরে
সবাই বলবে চোর!
ধরা না পড়লে ধূর্ত-
বলবে চতুর সবে,
বলবে না হারামখোর!


দেশ-বিদেশে প্রাসাদ গড়
দৃষ্টি নন্দন বড় বড়;
বলবে সবাই ধন্য ধন্য
বলবে না কেউ চোর!
ধরা যদি খাও রে মনু,
বলবে হারামখোর।


হাজার হাজার কোটি টাকা
রাজ কোষাগার হয়রে ফাঁকা!
কেটে যায় কত শত ভোর;
তবুও কেউ বলে নারে
তুই তো ব্যাটা চোর,
কিংবা হারামখোর!


সুদে ঘুষে জর্জরিত,
মানুষ হচ্ছে প্রতারিত!
কল কারখানা, বাড়ি-গাড়ি
ব্যাংকে টাকা কাঁড়ি কাঁড়ি;
তোমার তরে খুলে যাবে
রাজ প্রাসাদের দোর!


সাহস কারো হবে না আর
বলতে তোমায় চোর!
তুমি হবে সবার সেরা
সৎ সাহসী দেশ দরদী,
ভি আই পি বিশ্বজোড়া;
নয় তো হারামখোর!