জালিমের বিরুদ্ধে জাগো যত মজলুম
আর কত পড়ে পড়ে খাবে তুমি মার,
সময় তো এসে গেছে রুখে দাঁড়াবার
নতুন করে আবার দাও ঈমানে ধার।


হেলা ফেলা করে গেছে কতটা সময়
কেন তুমি করো ভয় মিছে মরিবার,
বেঁচে কি থাকবে তুমি সারাটি জীবন?
তবে এসো করি পণ, রুখে দাঁড়াবার।


আলো নেই মানুষের রচিত শাস্ত্র জুড়ে
শান্তির আশা যেথা নেই মোটেই আর,
পদতলে পিষ্ট হয়ে আর নয় দেহত্যাগ
পৃথিবীর আলেয়া এসো করি পরিহার।


চেয়ে দেখ দিগন্তে সাজিয়াছে কাফেলা
গর্জে উঠেছে সত্যসেবী দিয়েছে হুঙ্কার,
নির্ভীক চিত্তে, মুক্তির অভিপ্রায়ে ক্ষীপ্র;
বজ্রকন্ঠে বলো সবে আল্লাহু আকবার।